Independence Day 2021 Patriotic Songs: মা তুঝে সলাম! এই দেশাত্মবোধক গানগুলি শুনলে আপনার রক্ত গরম হবেই

[वायरल वीडियो] 时间:2023-09-25 03:38:22 来源:যোনিতে ইনফেকশন হলে করণীয় 作者:ब्रेकिंग न्यूज़ हिंदी live 点击:59次
Independence Day 2021 Patriotic Songs: প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর । সেই হিসেবে এটাই হতে চলেছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day 2021)। অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির ৭৪ বছর পূর্ণ করবে দেশ। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এই দিনটি।প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন (Independence Day Celebrations)। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে দেশবাসীর জন্য কোনও অংশে কম না। চারিদিকে উড়তে থাকে তেরঙ্গা। বাতাসে যেন ভেসে আসে 'বন্দেমাতরম!'....বছরের এই দিনটিকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গান (Independence Day Special Songs)। যে সমস্ত দেশ-নায়কেরা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের জন্য শহিদ হয়েছেন,মাতুঝেসলামএইদেশাত্মবোধকগানগুলিশুনলেআপনাররক্তগরমহবেই তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেখে নিন, সেরা দেশাত্মবোধক গানগুলি (Patriotic Songs)।২০২০ সাল থেকে করোনা ভাইরাসের চোখ রাঙানিতে ভীত সকলে। চারিদিকে যেন শুধুই শোনা যাচ্ছে দুঃসংবাদ, মৃত্যু খবর। তাই সাবধানতা অবলম্বন করে বাড়িতেই গানে উদযাপণ করুন স্বাধীনতা দিবস, স্মরণ করুণ দেশনায়কদের।

(责任编辑:अयोध्या न्यूज़ आज तक)

    相关内容
    精彩推荐
    热门点击
    友情链接